Current Affairs For WBPSC Clerkship 2024 In Bengali Part-1
Today's article is about current affairs for wbpsc clerkship 2024 in bengali. Current affairs is the most important part of the clerkship exam. So, we need more attention for this subject. So let's start part-1 of this series of wbpsc clerkship current affairs.
Current Affairs For WBPSC Clerkship 2024:
১. এবছর রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত বিখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালকের নাম কি?- উত্তর: হায়াও মিয়াজাকি।
তথ্য: হায়াও মিয়াজাকি হলেন স্টুডিও ঘিবলির সহ প্রতিষ্ঠাতা। অ্যানিমেশন এবং গল্প বলার জগতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তাকে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। রামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়।
২. ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটির নাম কি?- উত্তর: রুমি-১
তথ্য: রুমি-১ রকেটটি মার্টিন গ্রুপের সহায়তায় চেন্নাই ভিত্তিক স্টার্টআপ স্পেস জোন ইন্ডিয়া দ্বারা নির্মিত হয়েছে। এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ডেটা সংগ্রহ করতে ২৪ আগস্ট এটিকে উৎক্ষেপণ করা হয়েছিল।
৩. কোন রাজ্যের বিধানসভায় সর্বসম্মতিক্রমে ধর্ষণবিরোধী অপরাজিতা বিল পাস হলো?- উত্তর: পশ্চিমবঙ্গ
তথ্য: অপরাজিতা বিল হল একটি ধর্ষণবিরোধী আইন। এই আইনের ধর্ষণ ও মহিলাদের বিরুদ্ধে অপরাধের জন্য দ্রুত ও কঠোরতম শাস্তির বিধান রয়েছে।
৪. আল নাজা কোন দুই দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া?- উত্তর: ভারত ও ওমান
তথ্য: ২০২৪ সালের ১৩ থেকে ২৬ শে সেপ্টেম্বর ওমানের সালালায় ভারত ও ওমানের মধ্যে আল নাজা নামক যৌথ সামরিক মহড়ার পঞ্চম তম সংস্করণ অনুষ্ঠিত হলো। এটি ২০১৫ সাল থেকে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এর আগের সংস্করণটি রাজস্থানের মহাজনে অনুষ্ঠিত হয়েছিল।
৫. ২০২৪ সালের প্রাইম গ্লোবাল সিটি ইনডেক্সে কোন শহর শীর্ষস্থান দখল করেছে?- উত্তর: ফিলিপিনসের রাজধানী শহর ম্যানিলা।
তথ্য: দুবাই শহরকে পিছনে ফেলে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা ২০২৪ সালে প্রাইম গ্লোবাল সিটিস ইনডেক্সে প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে যথাক্রমে ভারতের শহর মুম্বাই ও দিল্লি। ইন্টারন্যাশনাল প্রপার্টি বিশেষজ্ঞ নাইট ফ্রাঙ্ক কর্তৃক এই তালিকা প্রকাশিত হয়।
৬. ভারত কোন দেশের কাছ থেকে হাই অলটিটিউড অ্যান্টি সাবমেরিন সিস্টেম সোনোবয় কিনছে?- উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
তথ্য: সোনোবয় হল এমন একটি যন্ত্র যা সমুদ্রে ডুবে থাকা সাবমেরিনের উপস্থিতির শব্দ ধরে ফেলে তা রেডিও সিগন্যাল এর মাধ্যমে পাঠিয়ে সতর্ক করে। ভারত মহাসাগরের চীনা নৌ সেনার উপস্থিতি সম্পর্কে সতর্ক করতে এই যন্ত্রটি সাহায্য করবে।
৭. কলেরা রোগে মুখে নেওয়ার টিকা তৈরি করল কোন সংস্থা?- উত্তর: ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড।
তথ্য: হিলম্যান ল্যাবরেটরির সহযোগিতায় কলেরা রোগের ওরাল ভ্যাকসিন তৈরি করল ভারত বায়োটেক। এই নতুন টিকার নাম হল হিলচল (বিবিভি ১৩১)।
৮. মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে ২১ বছর করতে কোন রাজ্যে বিল পাস করা হলো?- উত্তর: হিমাচল প্রদেশ।
তথ্য: মেয়েদের শিক্ষা ও পেশাগত সাফল্যের পথ সুগম করতে এবং তাদের স্বাস্থ্যের উন্নতি সাধন করতে হিমাচল প্রদেশ বিধানসভা prohibition of child marriage (Himachal Pradesh amendment), bill 2024 পাস করল।
৯. ভারতের কোন রাজ্যে প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কারখানা তৈরি হতে চলেছে? - উত্তর: ওড়িশা।
তথ্য: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এই কারখানাটির উদ্বোধন করলেন। RIR পাওয়ার ইলেকট্রনিক্স লিমিটেড দ্বারা ৬২০ কোটি টাকা খরচে এই কারখানাটি নির্মিত হয়েছে। এখানে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সেমিকন্ডাক্টর তৈরি করা হবে।
১০. টাইফুন ইয়াগি আক্রান্ত দেশ ভিয়েতনাম, মায়ানমার ও লাওস কে সহায়তা প্রদানের জন্য কোন দেশ অপারেশন সদ্ভাব চালু করলো?- উত্তর: ভারত।
তথ্য: ভারত টাইফুন ইয়াগি আক্রান্ত ভিয়েতনাম মায়ানমার ও লাওসকে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ প্রদানের জন্য অপারেশন সদভাব চালু করলো। ভারত ভিয়েতনামকে এক মিলিয়ন ডলার ও লাওসকে এক লক্ষ ডলার সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই ঝড় সাধারণত চীন সাগরে সৃষ্টি হয়।
To get updates about government jobs regularly, please join with us in social media:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
১১. ভারতীয় বায়ুসেনার নতুন ডেপুটি চিফ অফ এয়ার স্টাফ হিসাবে কে দায়িত্ব নিলেন?- উত্তর: এয়ার মার্শাল তেজিন্দর সিং।
তথ্য: ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এয়ার মার্শাল তেজিন্দর সিং এয়ার স্টাফের নতুন ডেপুটি চিফ হিসেবে নিযুক্ত হলেন। পূর্ববর্তী পদাধিকারী এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিতের পরিবর্তে এই পদে যোগ দিলেন।
১২. বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ কোনটি?- উত্তর: ভারত
তথ্য: নেচার জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা অনুযায়ী ভারত হল বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ। ভারতে প্রতিবছর মোট ৯.৩ মিলিয়ন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। যা সমগ্র বিশ্বের প্লাস্টিক বর্জ্যের এক পঞ্চমাংশ। অর্থাৎ প্রতিদিন ভারতীয়দের মাথাপিছু প্লাস্টিক বর্জ্য উৎপাদনের হার ০.১২ কিলোগ্রাম।
১৩. কোন সংস্থা রাজস্থানের জয়সলমীরে ১৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর প্রকল্প চালু করল?- উত্তর: এনটিপিসি।
তথ্য: রাষ্ট্রীয় মালিকাধীন সংস্থা এনটিপিসি রিনিউএবল এনার্জি লিমিটেড রাজস্থানের জয়সলমীরে ১৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর প্রকল্প চালু করল যা ভৈনসারা সোলার প্রজেক্টের অন্তর্গত। রাজস্থানের যোধপুর জেলার ভাদলা সোলার পার্ক হলো ভারতের তথা বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র।
১৪. কোন উদ্যোগটি মুম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় ই গভর্নেন্স সম্মেলনে, জাতীয় ই গভর্নেন্স গোল্ড পুরস্কার পেল?- উত্তর: ল্যাব মিত্র।
তথ্য: ল্যাব মিত্র উদ্যোগটি বারাণসী থেকে চালু হয়েছে এবং এটি উত্তরপ্রদেশ রাজ্য জুড়ে বিস্তৃতি পেয়েছে। প্রশাসনিক সংস্কারের জন্য এই উদ্যোগটি ২০২৪ সালের জাতীয় ই গভর্নেন্স গোল্ড পুরস্কার জিতেছে। এটির অনলাইন ল্যাব রিপোর্ট সিস্টেম এর মাধ্যমে ২.৫ লক্ষেরও বেশি রোগী উপকৃত হয়েছে।
১৫. কোন ব্যক্তি নাগরিকত্ব আইনের (সিএএ) অধীনে প্রথম গোয়া রাজ্যের বাসিন্দা হিসেবে ভারতীয় নাগরিকত্ব পেলেন?- উত্তর: ৭৮ বছর বয়সী পাকিস্তানি খ্রিস্টান জোসেফ ফ্রান্সিস পেরেইরা।
তথ্য: ২০১৯ সালের ডিসেম্বর মাসে সিএএ নাগরিকত্ব আইনটি পাস করা হয়েছিল। এই আইনের অধীনে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত নির্যাতিত অমুসলিম ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়। এই অমুসলিমদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, পার্সি, জৈন ও শিখ ধর্মের লোকেরা অন্তর্ভুক্ত।
১৬. কোন সংস্থা 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা' অনুমোদিত প্রথম মাঙ্কি পক্সের টিকাটি আবিষ্কার করেছে?- উত্তর: বাভারিয়ান নরডিক এ/এস।
তথ্য: মাংকি পক্সে ব্যবহৃত এই টিকাটির নাম হল MVA - BN বা মডিফাইড ভ্যাকসিনিয়া আঙ্কারা ব্যাভারিয়ান নরডিক। এই টিকাটি গুটি বসন্তের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু এটি mpox এর ক্ষেত্রেও সুরক্ষা প্রদানে সক্ষম।
১৭. মার্কিন ডিজিটাল মিডিয়া 'ইউ এস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট' এর প্রকাশিত সেরা দেশের র্যাঙ্কিং এ ভারতবর্ষ কততম স্থান পেয়েছে?- উত্তর: ৩৩ তম।
তথ্য: ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট এর দ্বারা সেরা দেশের র্যাঙ্কিং প্রকাশিত করা হয়েছিল। এই র্যাঙ্কিং এ সুইজারল্যান্ড প্রথম স্থান দখল করেছে এবং ভারত ৩৩ তম স্থান পেয়েছে।
১৮. প্রতিরক্ষা ক্ষেত্রে পেনশনভোগী, প্রবীণ ও তাদের পরিবারকে পরিষেবা দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী দ্বারা কোন পরিকল্পনা চালু করা হলো- উত্তর: প্রজেক্ট নমন।
তথ্য: ৩০ আগস্ট ২০২৪ সালে প্রজেক্ট নমন চালু করা হয় যাতে প্রবীণ, যুদ্ধের বিধবা ও তাদের পরিবার গুলিকে পরিষেবা প্রদান ও তারা প্রাপ্য সম্মান পায় সেটি নিশ্চিত করা।
১৯. কোন সংস্থা ‘হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড প্রকল্পের’ জন্য সিএসআর টাইমস পুরস্কার পেল?-উত্তর: মালাবার গ্রুপ।
তথ্য: মালাবার গ্রুপ হল বিশ্বের বৃহত্তম জুয়েলারি গহনা প্রস্তুতকারী সংস্থাগুলির একটি। সিএসআর টাইমস পুরস্কার হল কর্পোরেট সংস্থাগুলিকে প্রদান করা একটি জাতীয় স্বীকৃতি যা জনগণের প্রতি কল্যাণমূলক কাজ ও সামাজিক দায়বদ্ধতার জন্য প্রদান করা হয়।
২০. কে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ব্রুনেই সফল করলেন?-উত্তর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তথ্য: ২০২৪ সালের ৩-৪ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রুনেই দারুসালেমের প্রধানমন্ত্রী সুলতান হাজি হাসানুল বৈকিয়ার আমন্ত্রণে ব্রুনেই সফর করলেন। এটি প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রীর ব্রুনেই সফর। এই সফর দুই দেশের কুটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিল।
So these are the 20 most important current affairs for wbpsc clerkship exam. I hope it will be very helpful for you.
Read more:
1) How To Fix Invalid Value Errors In Union Bank Recruitment?
Article written by - Dibyendu Debnath. Thanks for visiting WB JOB PRO.
Comments
Post a Comment