Today's article is about current affairs for wbpsc clerkship 2024 in bengali. Current affairs is the most important part of the clerkship exam. So, we need more attention for this subject. So let's start part-1 of this series of wbpsc clerkship current affairs. Current Affairs For WBPSC Clerkship 2024: ১. এবছর রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত বিখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালকের নাম কি?- উত্তর: হায়াও মিয়াজাকি। তথ্য: হায়াও মিয়াজাকি হলেন স্টুডিও ঘিবলির সহ প্রতিষ্ঠাতা। অ্যানিমেশন এবং গল্প বলার জগতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তাকে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। রামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়। ২. ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটির নাম কি?- উত্তর: রুমি-১ তথ্য: রুমি-১ রকেটটি মার্টিন গ্রুপের সহায়তায় চেন্নাই ভিত্তিক স্টার্টআপ স্পেস জোন ইন্ডিয়া দ্বারা নির্মিত হয়েছে। এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত...
Comments