Skip to main content

WBPSC Miscellaneous Question Paper 2024 In Bengali With Answers: Subject Wise

In this article we provide WBPSC Miscellaneous question paper 2024 in Bengali with answers and it will be subject wise like geography, history, Mathematics, polity and economy, art and culture, literature, science, sports, general knowledge and current affairs.

WBPSC Miscellaneous Question Paper 2024 With Answers: Subject Wise

Geography:

1. জৈব বিপর্যয়ের একটি উদাহরণ- উত্তর: 2020: কোভিড

A. 1984: ভোপাল গ্যাস দুর্ঘটনা, B. 2004: সুনামি, C. 2009: আয়লা, D. 2020: কোভিড।

2. লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? - উত্তর: মনিপুর

A. মনিপুর B. নাগাল্যান্ড C. মিজোরাম D. অরুনাচল প্রদেশ।

3. মরু অঞ্চলে সৃষ্ট মাটি হল - উত্তর: অ্যারিডিসল 

A. অ্যারিডিসল B. অ্যান্ডিসল C. হিসটোসল D. মলিসল

4. ভারতে দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ কোনটি? - উত্তর: আনাইমুদি 

A. আনাইমুদি B. তিব্বতীয় মালভূমি C. সাতপুরা D. পূর্বঘাট

5. নিম্নলিখিত বাক্য গুলির মধ্যে কোনটি সঠিক? - অন্ধপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রী সাইলাম হল - উত্তর: ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।

A. ভারতের ক্ষুদ্রতম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র B. ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র C. ভারতের সর্বপ্রথম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র D. ভারতের নবতম (সাম্প্রতিকতম) ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র।

6. হলদিয়া বন্দর কোন দুটি নদীর সঙ্গমস্থলের নদীর তীরে অবস্থিত? - উত্তর: হলদি নদী ও হুগলি নদী 

A. হলদি নদী ও হুগলি নদী B. হলদি নদী ও রুপনারায়ণ C. হলদি নদী ও কেলেঘাই D. হলদি নদী ও শিলাবতি নদী

7. রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত?- উত্তর: গুজরাট 

A. রাজস্থান B. ছত্রিশগড় C. গুজরাট D. তেলেঙ্গানা 

8. নিম্নলিখিত গুলির মধ্যে যেটি সমশ্রেণীভুক্ত নয় (অন্যগুলির থেকে আলাদা) সেটিকে চিহ্নিত করুন। - উত্তর: গোমুখ 

A. খাইবার B. বোলান C. গোমাল D. গোমুখ 

9. সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছিল? - উত্তর: নর্মদা নদী 

A. তিস্তা নদী B. নর্মদা নদী C. তোর্সা নদী D. ব্রহ্মপুত্র নদী

10. ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? - উত্তর: টিহরি বাঁধ

A. টিহরি বাঁধ B. ভাকরা নাঙ্গাল বাঁধ C. হিরাকুদ বাঁধ D. সরদার সরোবর বাঁধ 

11. ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? - উত্তর: জিম করবেট জাতীয় উদ্যান

A. কানহা জাতীয় উদ্যান B. রাজাজি জাতীয় উদ্যান C. জিম করবেট জাতীয় উদ্যান D. নন্দা দেবী জাতীয় উদ্যান

12. দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত যে নামে পরিচিত- উত্তর: টাইফুন 

A. উইলি উইলি B. হ্যারিকেন C. টাইফুন D. টর্নেডো

 13. ব্রাজিলের আমাজন অববাহিকা যে জলবায়ু অঞ্চলে অবস্থিত তা হল- উত্তর: নিরক্ষীয় জলবায়ু অঞ্চল

A. উষ্ণ মরু জলবায়ু অঞ্চল B. মৌসুমী জলবায়ু অঞ্চল C. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল D. এগুলির কোনটিই নয়

14. গ্রেট বেরিয়ার রিফ কোথায় অবস্থিত?- উত্তর: অস্ট্রেলিয়া

A. অস্ট্রিয়া B. অ্যান্টিগুয়া C. অস্ট্রেলিয়া D. আন্দামান 

15. বাতাসের গতি পরিমাপক যন্ত্র - উত্তর: অ্যানিমোমিটার 

A. অ্যানিমোমিটার B. ব্যারোমিটার C. ম্যানোমিটার D. থার্মোমিটার

16. ভারতের প্রথম কাগজ কল কোথায় নির্মিত হয়?- উত্তর: শ্রীরামপুর 

A. কলকাতা B. শ্রীরামপুর C. নৈহাটি D. আসানসোল

History:

1. সবে মুনিষে পজা মমা - কার উক্তি? - উত্তর: সম্রাট অশোক

A. লর্ড ঋষভ B. সম্রাট অশোক C. গৌতমীপুত্র সাতকর্ণী D. সুপার্শ্বনাথ

2. কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন?- উত্তর: আলাউদ্দিন খলজি 

A. ইলতুতমিস B. বলবন C. আলাউদ্দিন খলজি D. ফিরোজ শাহ তুঘলক 

3. এদের মধ্যে কোন রাজা "সকলউত্তরাপথনাথ" - এই উপাধি গ্রহণ করেছিলেন?- উত্তর: হর্ষবর্ধন 

A. শশাঙ্ক B. হর্ষবর্ধন C. লক্ষণসেন D. ধর্মপাল

4. "I have a dream"- উক্তিটি কোন নাগরিক অধিকার আন্দোলনের নেতার?- উত্তর: মার্টিন লুথার কিং (জুনিয়ার)

A. রোজা পার্কস B. মার্টিন লুথার কিং (জুনিয়ার) C. নেলসন ম্যান্ডেলা D. ডেশমন্ড টুটু

5. ধর্মচক্র প্রবর্তন কি?- উত্তর: নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার।

A. বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্বাণ লাভ। B. গৌতম বুদ্ধের তিরোধান C. নির্বাণ লাভের পর সারনাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্ম প্রচার D. উপরের সবকটিই।

6. দুটি দেশের জাতীয় সংগীতের রচনাকার- উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় B. রবীন্দ্রনাথ ঠাকুর C. কাজী নজরুল ইসলাম D. মোহাম্মদ ইকবাল। 

7. ভারতে আগস্ট আন্দোলন হয়েছিল- উত্তর: 1942 সালে।

A. 1942 সালে B. 1920 সালে C. 1930 সালে D. 1946 সালে।

8. ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন?- উত্তর: লর্ড ক্যানিং। 

A. লর্ড ক্যানিং B. লর্ড ডালহৌসি C. লর্ড কার্জন D. লর্ড মাউন্টব্যাটেন। 

9. মনসবদারি প্রথার প্রবর্তক কে?- উত্তর: আকবর 

A. শেরশাহ B. আকবর C. মুর্শিদকুলি খান D. মামুদ গাওয়ান 

10. ভারতের শেষ ভাইসরয় এবং শেষ গভর্নর জেনারেলের নাম গুলি কি কি?- উত্তর: লর্ড মাউন্টব্যাটেন এবং সি. রাজাগোপালাচারি

A. লর্ড ওয়াভেল এবং লর্ড মাউন্টব্যাটেন B. লর্ড লিনলিথগো এবং লর্ড ওয়াভেল C. লর্ড মেয়ো এবং লর্ড ওয়াভেল D. লর্ড মাউন্টব্যাটেন এবং সি. রাজাগোপালাচারি

11. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না?- উত্তর: জন সাইমন 

A. প্যাথিক লরেন্স B. জন সাইমন C. স্যার স্ট্যাফোর্ড ক্রিপস D. এ. ভি. আলেকজান্ডার

12. নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে বেঙ্গল স্কুল অফ আর্ট ঘরানার অন্তর্ভুক্ত ছিলেন না?- উত্তর: রাজা রবি বর্মা

A. নন্দলাল বোস B. রাজা রবি বর্মা C. অবনীন্দ্রনাথ ঠাকুর D. সুনয়নী দেবী। 

13. নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণের কবল থেকে রক্ষা করেছিলেন?- উত্তর: স্কন্দগুপ্ত

A. সমুদ্রগুপ্ত B. স্কন্দগুপ্ত C. অশোক D. কনিষ্ক

14. কার রাজ্সভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন?- উত্তর: আকবর। 

A. আকবর B. বল্লাল সেন C. হুসেন শাহ D. দেবপাল 

15. রামচরিত কে রচনা করেছিলেন?- উত্তর: সন্ধ্যাকর নন্দী। 

A. তুলসী দাস B. কৃত্তিবাস ওঝা C. হরিদাস D. সন্ধ্যাকার নন্দী।

16. আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?- উত্তর: গোসালা মক্খলিপুত্ত 

A. মহাবীর B. গোসালা মক্খলিপুত্ত C. অজিতা নাথ D. সুমতি নাথ। 

17. "মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্র শৃঙ্খলিত"- উক্তিটি কার?- উত্তর: জে.জে. রুশো

A. জে.জে. রুশো B. মন্টেস্কু C. ডিডেরো D. জে.পি. সার্ত্রে।

18. "Tree of Liberty" কে মহীশূরে রোপন করেন?- উত্তর: টিপু সুলতান। 

A. চিক্কা দেবরাজ ওয়াদিয়ার B. কৃষ্ণ রাজা ওয়াদিয়ার C. টিপু সুলতান D. হায়দার আলী

19. মধ্যযুগে চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটিখান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন- উত্তর: মহাভারত। 

A. কোরান B. জেন্দা আবেস্তা C. মহাভারত D. বাইবেল।

20. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি?- উত্তর: বেঙ্গল গেজেট। 

A. বেঙ্গল গেজেট B. সংবাদ কৌমুদী C. মিরাত-উল- আকবর D. হিন্দু পেট্রিয়ট 

21. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে (অধিবেশনে) সভাপতিত্ব করেননি?- উত্তর: বালগঙ্গাধর তিলক 

A. সুভাষ চন্দ্র বোস B. দাদাভাই নৌরজী C. বালগঙ্গাধর তিলক D. উমেশচন্দ্র ব্যানার্জি

22. ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন?- উত্তর: স্যার এলিজা ইম্পে

A. স্যার রবার্ট চেম্বার্স B. স্যার এডওয়ার্ড হাইড C. স্যার হেনরি রাসেল D. স্যার এলিজা ইম্পে।

23. "আমিই বিপ্লব ও আমিই বিপ্লবকে ধ্বংস করেছি"- উক্তিটি কার?- উত্তর: নেপোলিয়ন বোনাপার্ট। 

A. অটো ভন বিসমার্ক B. নেপোলিয়ন বোনাপার্ট C. বেনিটো মুসোলিনি D. এডলফ হিটলার।

Read more:-

1) How To Download SSC CGL Tier 1 Admit Card 2024 In PDF?

2) How To Solve RRB NTPC Application Not Eligible Problems?

To get updates about government jobs regularly, please join with us in social media:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

Article written by - Dibyendu Debnath. Thanks for visiting WB JOB PRO.

Comments

Popular posts from this blog

Current Affairs For WBPSC Clerkship 2024 In Bengali Part-1

Today's article is about current affairs for wbpsc clerkship 2024 in bengali. Current affairs is the most important part of the clerkship exam.  So, we need more attention for this subject. So let's start part-1 of this series of wbpsc clerkship current affairs. Current Affairs For WBPSC Clerkship 2024: ১. এবছর রামন ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত বিখ্যাত জাপানি চলচ্চিত্র পরিচালকের নাম কি?-  উত্তর: হায়াও মিয়াজাকি। তথ্য:  হায়াও মিয়াজাকি হলেন স্টুডিও ঘিবলির সহ প্রতিষ্ঠাতা। অ্যানিমেশন এবং গল্প বলার জগতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে তাকে রামন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত করা হয়েছে। রামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়।  ২. ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটটির নাম কি?-  উত্তর: রুমি-১ তথ্য:  রুমি-১ রকেটটি মার্টিন গ্রুপের সহায়তায় চেন্নাই ভিত্তিক স্টার্টআপ স্পেস জোন ইন্ডিয়া দ্বারা নির্মিত হয়েছে। এটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছে একটি মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত...

How To Fix Invalid Value Errors In Union Bank Recruitment

Today's article is about how to fix invalid value errors, one or more errors, email id problems in Union Bank recruitment online application form. Union Bank of India is announced to recruit 1500 LBO. Many candidates are facing invalid value errors, one or more errors in the page, email id and confirm email id should be the same problems. Today we will solve these problems. So let's start. How to solve invalid value errors in Union Bank recruitment form?  To solve invalid value errors, do not give empty space when you enter any data in Union Bank recruitment application form. If there is any empty space, then you have to cut those empty spaces. When you have entered your name in basic information section, then do not give empty spaces after your name. Example:  Enter First Name: Dibyendu Confirm First Name: Dibyendu Do not give blank space after Dibyendu. If you fill your application form like this, then you will not be faced invalid value errors problem. How to solve email id...

How To Solve RRB NTPC Application Not Eligible Problems?

To solve the RRB NTPC "not eligible" problem, you have to add educational qualification properly, when you are filling application. To solve RRB NTPC not eligible problem, please follow these steps: Visit RRB NTPC home page. Select zone and click on the checkbox of "I am not currently debarred by RRB/RRC" and click on the next button.  Click on the next button in other details page. Now fill educational qualification properly and click on add button. Fill qualification, discipline, state, district, Board, date of result declaration, do you have typing proficiency in English or Hindi, percentage without percent symbol and click on add button. Then click on next button. I hope now RRB NTPC's not eligible problem is solved. Note: if you select no in typing proficiency box and select a post with typing proficiency in post proficiency page then you will be faced with the "not eligible" problem again. Then you have to select a post with no typing test. Who i...