Current Affairs 2024 In Bengali Part-1

In this article we will provide current affairs 2024 question paper with answers in bengali. It is very important for competitive exams aspirants. So let's start.

Current Affairs 2024 In Bengali Part-1

Current Affairs 2024 In Bengali:

1. মেডিকেল ডিভাইসের তথ্যের জন্য অনলাইন প্লাটফর্ম "Medical device information system" কোন সংস্থা চালু করল- উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, WHO)

তথ্য: মেডিকেল ডিভাইস ইনফরমেশন সিস্টেম একটি বিনামূল্যের অনলাইন ডাটাবেস যা থেকে চিকিৎসা ও তার সঙ্গে সম্পর্কিত ডিভাইসের তথ্য পাওয়া যাবে। এটি লক্ষ্য হলো মেডিকেল প্রযুক্তি ও ডিভাইসের উন্নতি সাধন ও চিকিৎসা প্রযুক্তি ব্যবস্থাকে সহজ করা। 

2. দেশের প্রথম রোডোডেনড্রন বাগান ভারতের কোথায় চালু করা হয়েছে?- উত্তর: উত্তরাখণ্ড রাজ্যে। 

তথ্য: রোডডেনড্রন বাগান উত্তরাখন্ড রাজ্যের পিথোরাগড় জেলার মুন্সিয়ারিতে তৈরি হয়েছে। এটি স্থানীয়ভাবে বুরানশ নামে পরিচিত। এটি উত্তরাখণ্ডের রাজ্য গাছ, নাগাল্যান্ডের রাজ্য ফুল ও নেপালের রাষ্ট্রীয় গাছ। এর ফুল এন্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটোরি ও এন্টি ব্যাকটেরিয়াল পানীয় তৈরিতে, এছাড়া পাতা ও ফুল হজমের সমস্যা, শ্বাসকষ্ট ও মেরুদন্ডের সমস্যা তে ব্যবহার হয়।

3. প্রথম "বিশ্ব অডিও ভিজুয়াল এন্ড এন্টারটেইনমেন্ট বা WAVES" সামিট কোন দেশ আয়োজন করবে?- উত্তর: ভারত।

তথ্য: এর লক্ষ্য হলো মিডিয়া বিনোদনশিল্পে উদ্ভাবন বাণিজ্য ও সহযোগিতা প্রচার করা। এর প্রথম দুটি সংস্করণ ভারতে গোয়াতে অনুষ্ঠিত হবে। প্রথমটি 20-24 নভেম্বর, 2024 এ অনুষ্ঠিত হবে ও দ্বিতীয়টি আগামী বছর 5-9 ফেব্রুয়ারি, 2025 এ অনুষ্ঠিত হবে।

4. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি কাকে তাদের দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান "অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসোল" দিলেন?-উত্তর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তথ্য: নরেন্দ্র মোদী হলেন প্রথম ভারতীয় যিনি এই পুরস্কার পেলেন। 300 বছর আগে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। 2019 সালে এই পুরস্কার দেওয়ার ঘোষণা হয়।

5. জাতীয় যক্ষা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হলেন?- উত্তর: ড. সৌম্য স্বামীনাথন।

তথ্য: তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে প্রযুক্তিগত, নীতি-নির্দেশাবলী ও পরামর্শ প্রদান করবেন। এর আগে তিনি WHO এর প্রধান গবেষক ও ICMR এর ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।

6. কোন রাজ্য "টাটা পাওয়ার সোলার সিস্টেম লিমিটেড" এর সহযোগিতায় "ঘর ঘর সোলার" পরিষেবা চালু করল- উত্তর: উত্তর প্রদেশ।

তথ্য: উত্তরপ্রদেশের বারানসি শহরে 5ই জুলাই, 2024 এই যোজনা চালু হয়েছে। এটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগ। এতে সর্বোচ্চ 3kw সোলার সিস্টেমের জন্য 1,08000 টাকা সাবসিডি পাওয়া যাবে।

7. মেয়েদের জন্য বিনামূল্যে উচ্চ শিক্ষানীতি ঘোষণা করল কোন রাজ্য?- উত্তর: মহারাষ্ট্র।

তথ্য: অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী ও অন্যান্য অনগ্রসর শ্রেণীর মেয়েরা যাদের পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ বা তার কম, তারা এই সুবিধা পাবে। বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি বিদ্যা, মেডিসিন, ফার্মেসি, কৃষি, পশুপালন, মৎস্য চাষ, দুগ্ধ উন্নয়ন জাতীয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

8. প্রথম উদ্ভিদ ক্লিনিক ও মাটি পরীক্ষাগার কোথায় স্থাপিত হলো- উত্তর: পাঞ্জাবের মোগা জেলায়।

তথ্য: নীতি আয়োগ থেকে প্রাপ্ত অনুদানের সাহায্যে এই ক্লিনিক স্থাপন করা হয়েছে, খরচ হয়েছে 1 কোটি 25 লক্ষ টাকা। এখানে বিনামূল্যে মাটি পরীক্ষা ও উদ্ভিদের রোগ নির্ণয় করা যাবে।

9. কোন রাজ্য প্রথম, আগামী 10 বছরের জন্য সড়ক নিরাপত্তা কর্ম পরিকল্পনা তৈরি করতে চলেছে- উত্তর: রাজস্থান। 

তথ্য: এটি সড়ক নিরাপত্তা বিধান বা বিধি মেনে চলতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। এর লক্ষ হল আগামী 2030 এরমধ্যে সড়ক দুর্ঘটনা 50% হ্রাস করা।

10. ইন্টারন্যাশনের সমীক্ষায় বিশ্বের সবথেকে সাশ্রয়ী মূল্যের দেশ কোনটি- উত্তর: ভিয়েতনাম।

তথ্য: এই তালিকায় ভারতের স্থান 6 তম ও চীনের স্থান 10 তম। এশিয়ার ছয়টি দেশ ও ল্যাটিন আমেরিকার চারটি দেশ প্রথম দশটি দেশের সূচিতে স্থান পেয়েছে।

So this is the entire article about current affairs 2024 in Bengali part 1. I hope it will be very helpful for you.

Read more:

1) WBPSC Clerkship 2019 History Question Paper With Answer

To get updates about government jobs regularly, please join with us in social media:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

Article written by - Dibyendu Debnath. Thanks for visiting WB JOB PRO.

Comments