WBPSC Clerkship 2019 History Question Paper With Answer
In this article we will provide wbpsc clerkship 2019 history prelims question paper with answers in bengali. Previous year question is very useful. So let's start.
WBPSC Clerkship 2019 History Question:
1) মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস অসহযোগ আন্দোলন কোথায় শুরু করেছিলেন- উত্তর: দক্ষিণ আফ্রিকা
A) যুক্তরাজ্যে B) দক্ষিণ আফ্রিকায় C) ভারতবর্ষে D) জিম্বাবুয়েতে
তথ্য: 1893 খ্রিস্টাব্দে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় একজন আইনজীবী হিসেবে যান। সেখানে তিনি নানা জাতি মূলক বৈষম্যের শিকার হন। এই ধরনের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 1906 খ্রিস্টাব্দে তৎকালীন ট্রান্সভাল সরকারের বিরুদ্ধে প্রথম অহিংস অসহযোগ বা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
2) মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল- উত্তর: 1948 সালে।
A) 1947 সালে B) 1948 সালে C) 1949 সালে D) 1950 সালে
তথ্য: 1948 খ্রিস্টাব্দের 30 শে জানুয়ারি নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে নতুন দিল্লিতে হত্যা করেন।
3) গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন- উত্তর: লুম্বিনী
A) কপিলাবস্ত B) সারনাথ C) বুদ্ধগয়া D) লুম্বিনী
তথ্য: গৌতম বুদ্ধ উত্তর প্রদেশের সন্নিকটে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্ত রাজ্যে লুম্বিনী গ্রামে 563 খ্রিস্ট পূর্বাব্দে জন্মগ্রহণ করেন। সিংহলি মতে তিনি 566 খ্রিস্ট পূর্বাব্দে জন্মগ্রহণ করেন।
4) বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম অবস্থিত- উত্তর: পশ্চিম মেদিনীপুর জেলা।
A) হুগলি জেলা B) নদীয়া জেলা C) পশ্চিম মেদিনীপুর জেলা D) হাওড়া জেলা।
তথ্য: 1820 খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। তার প্রচেষ্টায় 1856 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন পাস হয়।
5) পলাশির যুদ্ধ হয়েছিল- উত্তর: 1757 সালে
A) 1757 সালে B) 1758 সালে C) 1857 সালে D) 1858 সালে।
তথ্য: 1757 খ্রিস্টাব্দে 23 শে জুন মুর্শিদাবাদ থেকে 20 মাইল দূরে পলাশী নামক প্রান্তরের নবাব সিরাজের সাথে ইংরেজদের (রবার্ট ক্লাইভ) যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে নবাব পরাজিত হন।
6) ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল - উত্তর: মুজাফফরপুর।
A) মেদিনীপুর B) দমদম সেন্ট্রাল জেল C) মুজাফফরপুর D) প্রেসিডেন্সি জেল, কলকাতা।
তথ্য: 1908 খ্রিস্টাব্দে 30 শে এপ্রিল দুই বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী কিংসফোর্ড কে (তৎকালীন বাংলার মুখ্য প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট) হত্যার চেষ্টা করেন কিন্তু তারা ভুল করে মিসেস কেনেডি ও তার কন্যাকে হত্যা করেন। এই ঘটনাটি ঘটে বিহারের মুজাফফরপুর। 1908 খ্রিস্টাব্দে 11 ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়।
7) নিম্নোক্ত ব্যক্তিদের মধ্যে কে একজন প্রসিদ্ধ ভাস্কর নন?- উত্তর: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
A) যোগেন চৌধুরী B) নন্দলাল বসু C) রামকিঙ্কর বেজ D) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
তথ্য: যোগেন চৌধুরী, নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ এরা প্রত্যেকেই বিখ্যাত চিত্রশিল্পী। কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন প্রখ্যাত সাহিত্যিক যার কয়েকটি উল্লেখযোগ্য সৃষ্টি হল গণদেবতা, দুই পুরুষ, আরোগ্য নিকেতন ইত্যাদি।
Read more:
1) How To Solve RRB NTPC Application Not Eligible Problems?
2) WBPSC Clerkship Syllabus 2024: Download PDF In Bengali
4) Current Affairs 2024 In Bengali Part-1
To get updates about government jobs regularly, please join with us in social media:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
Article written by - Dibyendu Debnath. Thanks for visiting WB JOB PRO.
Comments
Post a Comment