WBSLST Life Science Previous Year Question Paper 2016 With Answers

WB SLST life science previous year question paper will help you to analyse the question pattern and which parts need more attention.

Previous year question paper of WBSLST Life Science 2016 With Answers

In this article we will discuss the previous year question paper of WBSSC SLST Life Science (graduate pass) 2016 in Bengali for class 9th-10th (IX-X).

WB SLST Life Science Previous Year Question Paper 2016

A. নিম্নে বিবৃত কোনটির কারণে হিমোগ্লোবিন বাফার হিসেবে কাজ করে?

  1. গ্লাইকো প্রোটিন প্রকৃতি
  2. লৌহ অণুর উপস্থিতি
  3. হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি
  4. দুর্বল অম্ল ধর্মী

উত্তর:- হিস্টাডিন অ্যামাইনো অ্যাসিড অংশের উপস্থিতি

B. নিম্নলিখিত গুলির কোনটির মধ্যে প্রচুর পরিমাণ ওমেগা ফ্যাটি অ্যাসিড থাকে?

  1. সারলোইন
  2. মুরগির মাংস
  3. ব্রকলি
  4. সালমন 

উত্তর:- সালমন 

C. হাইপারকেপনিয়া জনিত কারণে শ্বাস প্রক্রিয়া মূলত প্রভাবিত হয় _____ কে উদ্দীপ্ত করতে।

  1. ক্যারোটিড এবং অ্যাওটিক বডি
  2. হাইপোগ্লোসাল নার্ভ
  3. কেন্দ্রীয় মেডুলারী রসায়ন গ্রাহক
  4. আর্টেরিয়াল ব্যারোরিসেপ্টর

উত্তর:- ক্যারোটিড এবং অ্যাওটিক বডি

D. নিম্নলিখিত কোন রস বা ক্ষরণটির সবচেয়ে বেশি pH পরিলক্ষিত হয়?

  1. লালাক্ষরণ
  2. পাকস্থলীর রস 
  3. অগ্নাশয় রস
  4. আন্ত্রিক ক্ষরণ

উত্তর:- অগ্নাশয় রস

E. ত্বকে উপস্থিত মেলানিনের একটি গুরুত্বপূর্ণ কাজ কি?

  1. ত্বককে শীতলতর করা
  2. ত্বকে রক্ত প্রবাহের পরিমাণ বৃদ্ধি করা
  3. ত্বককে শক্তিশালী করা
  4. ক্ষতিকারক বিকিরণ শোষণ করা

উত্তর:- ক্ষতিকারক বিকিরণ শোষণ করা

F. নিম্নলিখিত গুলির মধ্যে কোন ক্ষেত্রে উদ্দীপনা পরিবহনের গতিবেগ সর্বাপেক্ষা কম?

  1. A আলফা নার্ভ তন্তু
  2. A বিটা নার্ভ তন্তু
  3. B নার্ভ তন্তু 
  4. C নার্ভ তন্তু

উত্তর:- C নার্ভ তন্তু

G. নিম্নলিখিত কোন অংশে শ্বসন তন্ত্র অবস্থিত? 

  1. সেরিব্রাম
  2. সেরিবেলাম
  3. মেডুলা ও পনস
  4. হাইপোথ্যালামাস

উত্তর:- মেডুলা ও পনস

H. নিম্নে বিবৃত কোন অন্তক্ষরা গ্রন্থির ক্ষরণ পিটুইটারি দ্বারা নিয়ন্ত্রিত নয়?

  1. অ্যাড্রিনাল কর্টেক্স
  2. থাইরয়েড
  3. অ্যাড্রিনাল মেডুলা
  4. শুক্রাশয়

উত্তর:- অ্যাড্রিনাল মেডুলা

I. দেহের তাপ নিয়ন্ত্রণ, নিম্নে বিবৃত কাদের দ্বারা প্রভাবিত হয়?

  1. চর্মের তাপ গ্রাহক গুলি
  2. মস্তিষ্কে অবস্থিত তাপ নিয়ন্ত্রক কেন্দ্রে সঞ্চালনকারি রক্তের উষ্ণতা।
  3. স্নায়ুজ ও হরমোনিও নিয়ন্ত্রণ
  4. উপরে উল্লিখিত সকল মাধ্যম 

উত্তর:- উপরে উল্লিখিত সকল মাধ্যম 

J. যখন রক্তের পি এইচ (pH) অতিশয় অল্প তখন পার্শ্ববর্তী কৌশিক নালী থেকে নিম্নে বিবৃত কোন আয়ন নেফ্রনে নিশ্রিত হয়?

  1. HCO³-
  2. Cl-
  3. H+ অথবা NH4+
  4. Na+

উত্তর:- HCO³-

Read more:-

1) West Bengal Employment News Of This Week Of 2024: Apply Now

2) Can 12th Pass Apply For RRB ALP? RRB ALP Qualification 2024

Final words:-

I hope WB slst life science previous year question paper will help in your preparation.

If you like this article then share it with your friends. Follow our social media platforms for more updates,---

1) Facebook

2) Telegram

3) WhatsApp

If you have any questions then ask in the comment box. I will definitely try to solve your queries. Thanks for visiting WB JOB PRO.

Comments