যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ৩৮৮৩ অ্যাপ্রেন্টিস নিয়োগ, YIL Recruitment 2024

Yantra India Limited Recruitment 2024: কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ সহ দেশের ৩৮ টি অস্ত্র কারখানায় ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে ৩৮৮৩ জন ছেলে মেয়েকে ট্রেনিং দিচ্ছে। প্রার্থী বাছাই করবে Yantra India Limited (YIL)।

Details about Yantra India Limited Apprentice Recruitment 2024 In Bengali

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা: 

Eligibility Criteria For Yantra India Limited Recruitment 2024: 

  • নন আইটিআই ক্যাটাগরি: অংক ও বিজ্ঞান অন্যতম বিষয় হিসেবে নিয়ে মাধ্যমিক পাস ছেলেরা এই দুটি বিষয়ের প্রতিটিতে ৪০% এবং মাধ্যমিকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে নন আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারেন। মাসে ৬০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। এক্ষেত্রে শূন্য পদ হলো ১৩৮৫ টি।
  • আইটিআই ক্যাটাগরি: মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা এনসিভিটি বা এনসিভিটি স্বীকৃত আইটিআই থেকে যেকোনো একটি ট্রেডে সার্টিফিকেট কোর্স পাশ হলে আর অন্তত ৫০ পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আইটিআই ক্যাটাগরি হিসেবে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনি মাসে ৭০০০ টাকা স্টাইপেন্ড পাবেন। শূন্য পদ হলো ২৪৯৮টি।

সরকারি চাকরি সম্বন্ধে আরও তথ্য পেতে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যোগ দিন:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের জন্য বয়স সীমা: 

Age Limit for Yantra India Limited Recruitment 2024:

সব ক্ষেত্রে বয়স হতে হবে ২১.১১.২০২৪ এর হিসাবে ১৪ থেকে ৩৫ বছরের মধ্যে। তপশিলিরা ৫ বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন।

আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যত বছরের কোর্স করেছেন তত বছর বয়সে ছাড় পাবেন। কোনরকম দৈহিক ত্রুটি থাকলে আবেদন করতে পারবেন না। সুতরাং প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

ট্রেনিং এর মেয়াদ হলো ৩ বছর। কিন্তু ট্রেড অনুযায়ী সেটা ৪ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের জন্য প্রার্থী বাছাই পদ্ধতি:

Selection Process For Yantra India Limited recruitment 2024:

  • প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে।
  • নন আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। 
  • আইটিআই প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও আইটিআই কোর্সে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। 
  • পরীক্ষা নেবে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ড।

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের জন্য দরখাস্ত করার পদ্ধতি:

How To Apply For Yantra India Limited Recruitment 2024:

  1. অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  2. বৈধ ইমেইল আইডি ও যাবতীয় তথ্য সহযোগে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। 
  3. পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ও অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে আপলোড করুন। 
  4. অ্যাপ্লিকেশন ফিস পে করুন। 
  5. এরপর অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে নিন।

  • পরীক্ষার আবেদন ফি: ২০০ টাকা (জেনারেল ও ওবিসি) 
  • তপশিলি, প্রতিবন্ধী, মহিলা ও ট্রান্সজেন্ডার পরীক্ষার আবেদন ফি: ১০০ টাকা।

যন্ত্র ইন্ডিয়া লিমিটেড এ আবেদন করার জন্য এই ভিডিওটি দেখুন:

যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের জন্য দরখাস্ত করার গুরুত্বপূর্ণ দিন: 

Important Dates For Yantra India Limited Recruitment 2024:

  • আবেদন শুরুর দিন: ২২.১০.২০২৪
  • আবেদন করার শেষ দিন: ২১.১১.২০২৪

এটিও পড়ুন:

১) পাওয়ার গ্রিড কর্পোরেশনের ৭০৮ জন ট্রেনি নিয়োগ

২) যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে ২০২৪ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন

৩) How To Fix Invalid Value Errors In Union Bank Recruitment?

৩) যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট: https://www.recruit-gov.com

WB JOB PRO ওয়েবসাইটটিতে ভিজিট করার জন্য ধন্যবাদ। আর্টিকেলটি লিখেছেন Dibyendu Debnath.

Comments